প্রধান উপদেষ্টার উদ্যোগে ৯০টি আবাসন প্রকল্পের উদ্বোধন
বন্যার কবলে পড়া অসহায় মানুষের পুনর্বাসনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিশেষ উদ্যোগে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় ৯০টি নতুন আবাসন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই ঘরগুলো নির্মিত হয় এবং বুধবার (৩০ এপ্রিল) সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করা হয়।
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকার মিয়ারপোল সংলগ্ন উত্তর হাজিপুর গ্রামে আয়োজিত এক সুধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আরেফিন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানসহ সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে এই প্রকল্পটি দক্ষিণাঞ্চলে অতিদায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য বাস্তবায়িত হয়। ওই বন্যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের ৮ লাখ ৮৭ হাজার ৬২৯ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েন এবং প্রায় ৩ লাখ ১৭ হাজার ৩৫৯টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই ঘরগুলোর নির্মাণের মাধ্যমে শুধু মাথার উপর ছাদই নয়, বরং বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক জীবনযাত্রার সুযোগ সৃষ্টি হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta