মাগুরায় শিশু ধর্ষণ: ন্যায়বিচারের জন্য আইন উপদেষ্টার অপেক্ষা করার আহ্বান
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছেন, ‘আমি আপনার মতো শোকাহত, তবে ন্যায়বিচারের জন্য আমাদের কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। ধর্ষকদের কঠোর বিচারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’
রবিবার রাত ১টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেন, ‘জুলাই গণআন্দোলনের শহীদের কন্যা ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। তাকে পটুয়াখালীর দুমকিতে তার পিতার পাশে দাফন করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনা আমাদের স্তব্ধ করেছে। দ্রুতই আমরা এর বিচার করব।’
তিনি আরও জানান, ‘এই বর্বর ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে এবং তারা কারাগারে রয়েছেন (তাদের জামিনের খবর মিথ্যা)। তাদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শীঘ্রই চার্জশিট দাখিল হবে এবং তার পরেই বিচার শুরু হবে। সংশোধিত আইনে বিচার শুরু হওয়ার ৯০ দিনের মধ্যে রায় ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে। তবে যদি ডিএনএ স্যাম্পল সমর্থনমূলক হয়, তাহলে এর আগেই বিচার শেষ হতে পারে।’
মাগুরার শিশুর ধর্ষণ ঘটনার বিষয়ে তিনি আরও লেখেন, ‘পুলিশের চার্জশিট পাওয়ার পর গত বুধবার বিচার শুরু হয়েছে। ডিএনএ স্যাম্পল এবং ১৬৪ ধারায় স্বীকারোক্তি থাকায় আশা করি বিচারকাজ শুরু হওয়ার ৭ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা হবে। আমি আশা করি এতে কোনো প্রতিবন্ধকতা আসবে না।’
তিনি আরও বলেন, ‘বিচারকাজে কিছুদিন দেরি হলে এটা আপনার জন্য কষ্টের, আমি তা বুঝি। তবে যদি বিচার সঠিকভাবে না হয়, উচ্চ আদালতে আপিল করলে রায় অবলুপ্ত হবে। এমন কিছু হতে পারে না। আপনার মতো আমিও শোকাহত, তবে ন্যায়বিচারের জন্য আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। নরপশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞ।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta