ফরিদগঞ্জে দুই সমকামী কিশোরীকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে
চাঁদপুরের ফরিদগঞ্জে সমকামী সম্পর্কের অভিযোগে দুই কিশোরীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
শনিবার সকালে থানায় হস্তান্তর হওয়ার পর রোববার বিকালে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম তাদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেন।
এটি জানা গেছে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সনাতন ধর্মাবলম্বী লোপা মৃধা আরোহী (১৭) এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মুসলিম পরিবারের বিলকিস আক্তার রিতু (১৯)-এর মধ্যে টিকটকের মাধ্যমে পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারা নিজেদের মধ্যে বিয়ের দাবি করেছিল। যখন বিষয়টি প্রকাশিত হয়, দুই পরিবারের সদস্যরা তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ আনেন।
২৫ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে আরোহী কোটালীপাড়া থেকে ফরিদগঞ্জের রিতুর বাড়িতে চলে আসে। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদের আটক করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং দুই পরিবারের সদস্যদের ডেকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনার পর সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছে এবং বিশেষভাবে উল্লেখ করেছে যে, দুই কিশোরী ভিন্ন ধর্ম ও ভিন্ন জেলার বাসিন্দা হওয়ায় এটি আরও সংবেদনশীল হয়ে দাঁড়ায়। অনেকের মতে, পরিবারের সচেতনতার অভাবের কারণে এমন ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে যথাযথ চিকিৎসা ও পরামর্শ প্রদান করা উচিত বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ঘটনাটি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম বলেন, ‘দুই কিশোরীকে থানায় এনে পরিবারের সঙ্গে কথা বলার পর দুই পরিবারের জিম্মায় তাদের হস্তান্তর করা হয়েছে। একইসাথে, ভবিষ্যতে এমন ঘটনা পুনরায় যাতে না ঘটে, সে জন্য পরিবারের সদস্যদের সতর্ক করা হয়েছে।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta