শোষকের শিকলে আবদ্ধ কৃষক-শ্রমিক-মেহনতি জনতা-বাংলাদেশ কংগ্রেস
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কংগ্রেসের উদ্যোগে রবিবার (২৭ এপ্রিল) বিকাল ৪ টায় বাংলামটর কেন্দ্রীয় কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলামের সঞ্চালনায় ও চেয়ারম্যান এ্যাড. কাজি রেজাউল হোসেনের সভাপতিত্বে সভায় জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় এ্যাড. কাজি রেজাউল হোসেন বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন আমাদের জাতিসত্তার মুক্তির পথপ্রদর্শক এবং কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামী নেতা। তাঁর অসীম অবদান ও অদম্য নেতৃত্বে গরিব কৃষকের কণ্ঠস্বর পৌঁছেছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। 'প্রজাস্বত্ব আইন' প্রবর্তন করে তিনি কৃষক-প্রজাদের উন্নতির জন্য ঐতিহাসিক কাজ করেছেন। তবে শতাব্দী পরেও কৃষক-শ্রমিক-মেহনতি জনতার মুক্তি আসেনি। আজও নীলকর, জমিদার, জোতদারের মতো পুঁজিপতি-মুনাফাখোররা ক্ষমতায় এবং কৃষক তাদের কঠোর পরিশ্রমের ন্যায্য মূল্য পায় না।
তিনি আরো বলেন, ১৯৪০ সালে লাহোর প্রস্তাব উত্থাপন করে তিনি উপমহাদেশের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আবার স্বাধীন বাংলাদেশের স্বপ্নও তিনি গভীরভাবে লালন করতেন।
শেরে বাংলার রাজনৈতিক জীবন ছিল দৃঢ় এবং সাহসিকতায় পূর্ণ। তাঁর ব্যক্তিত্বে ছিল অসাধারণ দূরদর্শিতা, মানবিকতা এবং সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসা। তিনি যে গণতন্ত্র, ন্যায্যতা ও মানবিক উন্নয়নের পথ দেখিয়েছিলেন, তা আমাদের জন্য পথপ্রদর্শক হয়ে আছে।
আলোচনা সভা শেষে এই মহান রাজনীতিবিদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুর রহমান।
প্রকাশিত: | By Symul Kabir Pranta