যুব সমাজকে মাদকের প্রভাবে প্রবৃত্ত হতে দেয়া উচিত নয়: লে. কর্নেল মেহেদী হাসান
বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিয়ানীবাজার অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেছেন, বিজিবির দায়িত্ব শুধু সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মানবপাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানো নয়, বরং তারা সীমান্ত অঞ্চলে মানবিক কার্যক্রমও পরিচালনা করে। যুবকদের মাদকের দিকে ধাবিত হতে দেয়া উচিত নয়। তাদেরকে সাংস্কৃতিক ও খেলাধুলার মাধ্যমে যুক্ত করলে সীমান্তের অপরাধ প্রবণতা অনেকটা কমে যাবে।
তিনি ২৭ এপ্রিল রোববার দুপুরে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী পাল্লাথল চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিজিবি আয়োজিত ‘সীমান্ত হত্যা প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় বিজিবির ভূমিকা এবং জনসচেতনতা, জননিরাপত্তা ও আস্থা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সচেতনতা এবং বিজিবি সদস্যদের দায়িত্বশীল ভূমিকার কারণে এই সীমান্তে সীমান্ত হত্যা প্রায় শূন্য পর্যায়ে রয়েছে। উক্ত সভায় স্থানীয় বাসিন্দা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, চা বাগান কর্মকর্তা-কর্মচারী, চা শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিজিবি পাল্লাথল বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার রমজান আলীর সভাপতিত্বে এবং হাবিলদার রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক নুর হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পাল্লাথল চা বাগানের ম্যানেজার খয়ের চৌধুরী, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য ইসলাম উদ্দিন মিন্টু, খাসিয়া পুঞ্জির মন্ত্রী সাবেক ইউপি সদস্য লোকাশ বাহাদুর, সাবেক মন্ত্রী কোয়ান শিং, চা বাগান স্টাফ অঞ্জন দাস প্রমুখ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta