৭ বছর পর জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের টেস্ট হার
আগে কখনো ১৬২ রানের বেশি লক্ষ্য তাড়া করতে পারেনি জিম্বাবুয়ে টেস্টে। তাই সিলেট টেস্টে জিততে হলে সফরকারী দলকে তাদের রেকর্ড ভাঙতে হতো। রোডেশিয়ানরা সেটাই করল। ৩ উইকেটের ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে তারা সিরিজে ১-০তে এগিয়ে গেছে। এই জয় দিয়ে ৪ বছর পর তারা লাল বলের ক্রিকেটে জয় পেল, আর ৭ বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিতল জিম্বাবুয়ে।
সিলেটে টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২৭৩ রান সংগ্রহ করে। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রানে থামে। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় রোডেশিয়ানরা।
১৭৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে জিম্বাবুয়ে উড়ন্ত সূচনা পায়। দুই ওপেনার ব্রায়ান বেনেট এবং বেন কারান ভয়ঙ্করভাবে খেলেন! বিশেষ করে বেনেট প্রথম থেকেই ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকেন। প্রথম ইনিংসে নতুন বলে কাউন্টার অ্যাটাক করার মতোই তিনি এবারও সফল হন।
বেনেটের থেকে কিছুটা ধীরগতিতে খেললেও কারানকে বাংলাদেশি বোলাররা কোনো সমস্যা তৈরি করতে পারেনি। দুর্দান্ত ব্যাটিংয়ের পর ফিফটি না পাওয়ার আফসোস নিয়ে সাজঘরে ফিরে যান তিনি।
ইনিংসের ২১তম ওভারে মেহেদি আহসান মিরাজের বলে কারানকে এলবিডব্লিউ আউট করে ৯৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মিরাজ। ৭৫ বলে ৪৪ রান করে সাজঘরে ফিরে যান কারান।
মিরাজের পর ব্রেকথ্রু দেন তাইজুল ইসলাম। ২৬তম ওভারে মিড স্টাম্পের বাইরের বলটিতে ব্যাট পেতে গিয়ে নিক ওয়েলচ আউট হন। তিনি ১৯ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন।
২ উইকেটে ১১৭ রান নিয়ে চতুর্থ দিনের চা বিরতিতে যায় জিম্বাবুয়ে। বিরতির পর মিরাজ আরো দুটি উইকেট নেন। ৩১তম ওভারের প্রথম বলে উইলিয়ামসকে ক্যাচ দিয়ে আউট করেন মিরাজ।
নিজের পরবর্তী ওভারেই বেনেটকে আউট করেন মিরাজ। ইনিংসের শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করা বেনেট বড় শট খেলতে গিয়ে লং অনে ধরা পড়েন। তিনি ৮১ বলে ৫৪ রান করেন।
চাপে পড়ে ক্রেগ আরভিন সুবিধা করতে পারেননি। তাইজুলের বলে উইকেটের পিছনে ধরা পড়েন তিনি। যদিও প্রথমে আম্পায়ার আউট দেননি, পরে রিভিউতে আউট ঘোষণা করা হয়।
নায়াশা মায়াভো দ্রুত আউট হন। মিরাজ পরবর্তী ওভারে তাকে বোল্ড করে দেন। মায়াভো ৪ বল খেলে ১ রান করেন।
ওয়েলিংটন মাসাকাদজাকে মিরাজ সরাসরি বোল্ড করে বাংলাদেশকে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন। তবে এনগারাভা এবং ওয়েসলি মাদেভারে জুটি ১৩ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপে জিম্বাবুয়ের জয় নিশ্চিত করে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta