বার্সার সাথে শিরোপার প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালও থাকলো।
হেতাফের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একমাত্র গোলটি করেন তরুণ মিডফিল্ডার আর্দা গুলের। লা লিগার শিরোপার লড়াই এখন তীব্র উত্তেজনাপূর্ণ। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রতিটি ম্যাচ এখন যেন ফাইনাল—একটু ভুল করলে শিরোপার স্বপ্ন বিপর্যস্ত হয়ে যেতে পারে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধের ২১ মিনিটে গোলটি করেন তুরস্কের এই তরুণ খেলোয়াড়। অসাধারণ শটে প্রতিপক্ষের জাল স্পর্শ করেন তিনি।
এই জয়ের পর ৩৩ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে ৭২, আর বার্সেলোনার পয়েন্ট ৭৬। পয়েন্টের ব্যবধান এখন চার। শিরোপার আশা টিকিয়ে রাখতে রিয়ালকে তাদের পরবর্তী ম্যাচেও জিততে হবে, যা ৪ মে সেল্তা ভিগোর বিরুদ্ধে হবে।
তবে আসল উত্তেজনা তৈরি হবে ১১ মে, যখন এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে খেলবে রিয়াল। ঐ ম্যাচটি হতে পারে এবারের লা লিগার শিরোপা নির্ধারণকারী। হারলে রিয়ালের শিরোপার আশা শেষ হয়ে যেতে পারে, কিন্তু জিতলে নতুন করে আশার আলো দেখা দিতে পারে।
আজকের ম্যাচে কোচ কার্লো আনচেলত্তি বড় একটা ঝুঁকি নিয়েছিলেন। নিষেধাজ্ঞার কারণে এমবাপ্পে খেলেননি, আর বেঞ্চে রাখা হয়েছিল বেলিংহাম ও রদ্রিগোকেও। তাদের জায়গায় একাদশে ছিলেন এনদ্রিক, গুলের ও ব্রাহিম দিয়াজ। যদিও মূল স্কোয়াড থেকে ভিন্ন ছিলেন, রিয়াল কিন্তু পুরো ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণে ছিল।
শেষদিকে হেতাফে কিছু সুযোগ তৈরি করলেও, রিয়ালের অভিজ্ঞ গোলকিপার থিবো কোর্তোয়া অসাধারণ সেভ করে একাধিক নিশ্চিত গোল রুখে দেন। তার দুর্দান্ত পারফরম্যান্সেই জয় ধরে রাখে রিয়াল।
সব মিলিয়ে, গুলেরের দারুণ গোল এবং কোর্তোয়ার অসাধারণ সেভে রিয়াল পেয়েছে অত্যন্ত মূল্যবান তিন পয়েন্ট, যা তাদের শিরোপা স্বপ্নকে এখনো বাঁচিয়ে রেখেছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta