স্নাতকোত্তরে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান স্নাতকোত্তর শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছেন। তার সিজিপিএ হলো ৩.৯৭। মঙ্গলবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি তার ফলাফলের বিষয়টি প্রকাশ করেন।
সূত্র থেকে জানা গেছে, মহিউদ্দিন খান ঢাবির লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার অনার্স সিজিপিএ ছিল ৩.৯৩। এককভাবে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। আর মাস্টার্সের প্রথম সেমিস্টারে তিনি সিজিপিএ-৪ পেয়েও প্রথম হয়েছেন।
বর্তমানে তার মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে তার সিজিপিএ ৩.৯৭ এবং জিপিএ ৩.৯৪ রয়েছে। তিনি জয়পুরহাট জেলার বাসিন্দা।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, "আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!! আলহামদুলিল্লাহ! মাস্টার্সের শুরুটা সহজ ছিল, কিন্তু মাঝের সময়টা জুলাই আন্দোলনের অনিশ্চয়তা এবং তার সাথে জড়িয়ে থাকা পরিস্থিতির কারণে মাস্টার্সের যাত্রা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল। এমন এক অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে প্রথম হওয়ার অনুভূতি অন্য সব সময়ের চেয়ে একটু ভিন্নই।"
প্রকাশিত: | By Symul Kabir Pranta