ইশরাকের গেজেট প্রকাশ প্রসঙ্গে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে ইসির চিঠি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এর মেয়র পদে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে, ২৭ মার্চ ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসের বিজয় ঘোষণা বাতিল করে আদালত। আদালতের রায়ে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। রায়টি প্রদান করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।
নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী শেখ ফজলে নূর তাপসের মেয়র ঘোষণা করে সরকারী গেজেটও বাতিল করা হয়েছে এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে নতুন মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের কপি ইসিতে আসার পর তা পর্যালোচনা করা হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, আদালতের নির্দেশনার পর এখন গেজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta