রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর কলাবাগান থানাধীন হাতিরপুলের ফ্রি-স্কুল স্ট্রিটের একটি বাসা থেকে পিলাক রঞ্জন সরকার (২৪) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) রাতে পৌনে ১টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
মৃত পিলাক রঞ্জন ঢাবির ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে মাস্টার্সের ছাত্র ছিলেন।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, রাতের দিকে খবর পেয়ে আমরা কলাবাগান এলাকার হাতিরপুলের ফ্রি-স্কুল স্ট্রিটের ৩৮৭/৫ নম্বর বাড়ির নবম তলার একটি ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করি। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি, ওই বাসায় একাধিক ব্যক্তি ভাড়া থাকতেন। এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta