জুলাই-আগস্টে আনাসসহ ৬ জনকে হত্যা : ৪ পুলিশ সদস্য ট্রাইব্যুনালে উপস্থিত
চানখারপুলে আনাসসহ ৬ জনকে জুলাই-আগস্ট মাসের অভ্যুত্থানে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের সদস্য আরশাদ, সুজন, ইমন ও নাসিরকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কারাগার থেকে তাদের হাজির করা হয়। মামলাটিতে আজ অভিযোগ গঠনের কথা থাকলেও প্রসিকিউশন আরও সময় চাইবে।
এর আগে সোমবার তদন্ত সংস্থা চূড়ান্ত অভিযোগপত্র প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে। চিফ প্রসিকিউটরের তথ্য অনুযায়ী, ৯০ পৃষ্ঠার এই প্রতিবেদন ১৯৫ দিন ধরে তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। ঘটনাগুলো ঘটেছিল ১ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে। মামলায় পলাতক রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আরও কয়েকজন অভিযুক্ত।
ঢাকার চানখারপুলে একটি শান্তিপূর্ণ আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর মারাত্মক অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ছয়জনকে হত্যা করা হয়। নিহতরা হলেন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।
তদন্তে উঠে এসেছে, পলাতক আসামি হাবিবুর রহমানসহ অন্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অথবা ঘটনাটি পরিচালনায় ভূমিকা রেখেছেন। তারা অধীনস্থদের নির্দেশনা, সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত করেন। তারা ঘটনাটি থামাতে কোনো পদক্ষেপ নেননি বা পরে কোনো বিচার কার্যক্রম শুরু করেননি। এইসব কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত।
চিফ প্রসিকিউটর আরও জানান, তদন্ত প্রতিবেদনে মোট ৭৯ জন সাক্ষীর জবানবন্দি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রমাণ হিসেবে যুক্ত রয়েছে ১৯টি ভিডিওচিত্র, ১১টি পত্রিকার প্রতিবেদন, ২টি অডিও রেকর্ডিং, ১১টি বই ও রিপোর্ট এবং ৬টি মৃত্যুসনদ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta