ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির পরিচিত সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভাঙ্গুড়া উপজেলা শাখার অধীনে খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ময়দানদিঘী বাজারে বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. জয়নুল আবেদীন মিলন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহিম, আবুল কাশেম, মো. মতিউর রহমান এবং মো. শাহাদাত হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু বক্কার সিদ্দিক, বর্তমান আহ্বায়ক মকবুল হোসেন, সদস্য সচিব হাসান মোল্লা, যুগ্ম আহ্বায়ক মানিক হোসেন, রফিকুল ইসলাম এবং ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম। ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানও সভায় অংশ নেন।
কৃষকদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. কোরবান আলী ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। এছাড়াও বিএনপির নেতা আতাহার, হান্নান, আমজাদ, নয়ন, জলিল, রাজ্জাক, হায়দার ও কাজলসহ অনেকেই অনুষ্ঠানে যোগ দেন।
পরিচিতি সভায় নবনির্বাচিত নেতারা দলের ঐক্য বজায় রেখে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta