প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে ছাত্রদলের মানববন্ধন
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে খুন করার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনেই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে এতে অংশ নেন জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহিদুল আলম জাহিদ, সিনিয়র সহ-সভাপতি নুরশাদ হোসেন বাপ্পি, সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দে, বাচ্চু আহাম্মেদ, যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা এবং জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দসহ সরকারি কলেজ ও সদর পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের ছাত্র পারভেজকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে। এ বর্বর ঘটনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে ঘটেছে।
তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এছাড়া খাগড়াছড়ি জেলার অন্যান্য উপজেলা দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি, গুইমারা, মাটিরাঙ্গা, মানিকছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়িসহ বিভিন্ন এলাকায় সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta