আইসিসি র্যাঙ্কিং
উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে অসাধারণ পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন নিগার সুলতানা ও শারমিন আক্তার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর নতুন র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই দুই ব্যাটার তাদের ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছেছেন।
মঙ্গলবার প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ অনুযায়ী, নারী ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নিগার সুলতানা বর্তমানে ১৭তম অবস্থানে আছেন, যা বাংলাদেশের জন্য সর্বোচ্চ র্যাঙ্কিং। শারমিন আক্তার ২৯তম স্থানে উন্নীত হয়েছেন।
নিগার ও শারমিনের এই উন্নতি এসেছে বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের কারণে। থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ তাদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ—২৭১ রান করে। অধিনায়ক নিগার ১০১ রান করে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন, মাত্র ৭৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ রান করেন তিনি।
এই পারফরম্যান্সের ফলে নিগার ১৬ ধাপ উন্নতি করে ১৭তম স্থানে পৌঁছেছেন। অন্যদিকে, শারমিন থাইল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৯৪ রান করার ফলে ১১ ধাপ এগিয়ে ২৯তম অবস্থানে আছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা হওয়া অলরাউন্ডার রিতু মনি ৬৭ রান করে ১৬ ধাপ এগিয়ে ৮৮তম স্থানে রয়েছেন।
বোলারদের মধ্যে সবচেয়ে বড় উন্নতি করেছেন লেগ স্পিনার রাবেয়া খান। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট নিয়ে তিনি ৭ ধাপ উন্নতি করে ২৩তম স্থানে উঠে এসেছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta