গাইবান্ধার প্রাক্তন এমপি দিনাজপুরে গ্রেপ্তার
গাইবান্ধা-২ (সদর) আসনের প্রাক্তন সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার বড় বোনের বাসা দীবা গার্ডেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ জানান, গত ৫ আগস্টের পর এই সংসদ সদস্যের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় হত্যাসহ দুটি মামলা দায়ের হয়েছে। সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবির এই মামলার এজাহারনামীয় আসামি। গাইবান্ধা জেলা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা এসে শাহ সারোয়ার কবিরকে হস্তান্তর করবেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta