রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ২ শিশুসহ নিহত ৩২ জন
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরের কেন্দ্রস্থলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ কমপক্ষে ৩২ জন প্রাণ হারিয়েছেন। এই হামলায় ৮৪ জন আহত হয়েছেন। ফরাসি সংবাদ সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে, রবিবার খ্রিস্টান ধর্মীয় উৎসব 'পাম সানডে' উপলক্ষে প্রস্তুতি চলাকালীন সময়ে এই হামলা চালানো হয় বলে কিয়েভ জানিয়েছে।
সুমি শহরটি রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত এবং গত কয়েক সপ্তাহ ধরে এটি ক্রমাগত হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। ইউক্রেনে চলমান যুদ্ধে শিগগিরই শান্তি স্থাপন করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছেন। এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সাক্ষাৎ হওয়ার পর আবারও এই হামলা চালানো হলো।
স্থানীয় জরুরি সেবা সূত্র জানায়, এই হামলায় দুই শিশুসহ ৩২ জন নিহত এবং ১০ শিশুসহ ৮৪ জন আহত হয়েছেন।
এই ঘটনার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘কঠোর প্রতিক্রিয়া’ দাবি করেছেন।
সামাজিক মাধ্যমে তিনি বলেন, 'এটা অত্যন্ত দুঃখজনক যে যখন মানুষ তাদের বাড়িতে, স্কুলে বা রাস্তায় চলাচল করছে, তখন শত্রুপক্ষ তাদের উপর হামলা করেছে।'
‘পাম সানডে’তে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, 'এটি যীশুর জেরুজালেমে প্রবেশের দিন, একটি উৎসব দিন। শুধুমাত্র অমানবিক ব্যক্তিরাই এমন একটি দিনে হামলা চালাতে পারে।'
প্রকাশিত: | By Symul Kabir Pranta