কারা কর্মকর্তাদের উপর গরম তেল ঢেলে দিল কয়েদি!
ইংল্যান্ডের ডারহাম কারাগারে একটি ঘটনা ঘটে, যেখানে ম্যানচেস্টারের এরিনায় বোমা হামলার জন্য দোষী সাব্যস্ত হাশেম আবেদি (২৮) তিন কারা কর্মকর্তার শরীরে গরম তেল ঢেলে দিয়েছেন। শুধু তেল ঢালাই নয়, তিনি তাদেরকে ছুরিকাঘাতও করেন। এর ফলে এক পুরুষ ও এক নারী কর্মকর্তা আহত হয়েছেন, যার মধ্যে পুরুষ দুই কর্মকর্তাকে গুরুতর পোড়া ও ছুরিকাঘাতের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে নারী কর্মকর্তা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
প্রিজন অফিসার্স অ্যাসোসিয়েশন (পিওএ)-এর তথ্য অনুযায়ী, ওই কারাগারে ব্রিটেনের সবচেয়ে বিপজ্জনক আসামীরা বন্দী। ২০১৭ সালের ২২ মে, ম্যানচেস্টারের এরিনায় মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে আত্মঘাতী বোমা হামলা চালায় সালমান আবেদি এবং তার ভাই হাশেম আবেদি, যাতে ২২ জন নিহত হন এবং এক হাজার ১৭ জন আহত হন। এই হামলার পর তাকে গ্রেফতার করা হয়।
ম্যানচেস্টার এরিনা হামলার জন্য ২২ জন নিহতের দায়ে এবং অন্যান্য সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার কারণে আবেদিকে ২০২০ সালে সর্বনিম্ন ৫৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে ২০২২ সালে এইচএমপি বেলমার্শের কর্মকর্তাদের ওপর হামলার জন্য তাকে আরও ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এই ঘটনায় ভিত্তি করে পিওএ চেয়ার মার্ক ফেয়ারহাস্ট বন্দিদের দেওয়া সুযোগ-সুবিধার ওপর অবিলম্বে বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আসামীদের রান্নার সুবিধা ও বিপজ্জনক জিনিসপত্র সরবরাহ বন্ধ করা উচিত। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান
প্রকাশিত: | By Symul Kabir Pranta