যশোরে বিএনপি নেতার ওপর বোমা হামলায় এলাকায় আতঙ্ক
যশোরের মনিরামপুরের রোহিতা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মমিন ভূঁইয়ার ওপর একাধিক বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৩ এপ্রিল) রাত ১১টায় রোহিতা বাজারের কাছে এ হামলা হয়।
স্থানীয়দের মতে, মমিন ভূঁইয়া রোহিতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। রোববার রাত ১০টার দিকে তিনি ভান্ডারী মোড়ের (ভাই ভাই স'মিল) ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে এই হামলা ঘটে।
রোহিতা বাজার পার হওয়ার পরপরই ৭-৮ জন যুবক তাকে লক্ষ্য করে দু'টি হাত বোমা নিক্ষেপ করে এবং বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বোমার তীব্র শব্দে এলাকাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে একটি অবিস্ফোরিত হাতবোমা পড়ে থাকতে দেখা যায়।
মমিন ভূঁইয়া বলেন, "আমি দোকান থেকে ফেরার পথে হঠাৎ ৭-৮ জন আমাকে ঘিরে দাঁড়িয়ে যায়। তারা আমাকে লক্ষ্য করে দু'টি হাতবোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরিত হওয়ার পর আমি দ্রুত মোটরসাইকেল থেকে নেমে দৌঁড়ে পালাই। এক বোমা আমার মোটরসাইকেলের পাশে বিস্ফোরিত হয়। যখন আমি মাটিতে পড়ে যাই, তারা আমাকে দেশীয় অস্ত্র দিয়ে তাড়া করতে থাকে।"
তিনি আরও জানান, "আমার চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তাদের মধ্যে তিনজনের মুখ চিহ্নিত করতে পেরেছি। বাকিদের মুখে কাপড় বাঁধা থাকায় চিনতে পারিনি।"
খেঁদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল হান্নান বলেন, "খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষ হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"
প্রকাশিত: | By Symul Kabir Pranta