বান্দরবানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ
এসো হে বৈশাখ, এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো
তাপসনিশ্বাসে মুমূর্ষুকে মুক্তি দাও,
তাপসনিশ্বাসে মুমূর্ষুকে মুক্তি দাও,
বছরের সমস্ত কলুষ
অপসৃত হোক, হোক, হোক
এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো।
উল্লাস এবং আনন্দে বান্দরবানে উদযাপিত হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উৎসব। এই উৎসবে বাংলা জাতির পাশাপাশি অংশগ্রহণ করেছে ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা।
সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে পহেলা বৈশাখের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং জেলা প্রশাসক শামীম আরা রিনি। এরপর একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নানা রঙের পোশাক পরিধান করা পুরুষ ও মহিলারা অংশগ্রহণ করেন।
এছাড়া, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা নৃত্য ও গানের মাধ্যমে শোভাযাত্রায় যোগদান করেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশ নেয়। পরবর্তীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনয়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে, মারমা সম্প্রদায়ের সাংগ্রাই, ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু ও ম্রো সম্প্রদায়ের চানক্রান উৎসবও বান্দরবানে পালিত হচ্ছে। পাহাড়ি সম্প্রদায়ের বিভিন্ন পাড়ায় উৎসবের নানা আয়োজন চলছে।
এই উৎসবে রয়েছে জলকেলি, ত্রিপুরা সম্প্রদায়ের গড়াইয়া নৃত্য, বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা, পিঠা তৈরির প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রকাশিত: | By Symul Kabir Pranta