দুই মহাসড়কে ঘরমুখো যাত্রীদের ভিড়: অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ
ঈদ যাত্রায় গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। উত্তরবঙ্গ ও দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রুটের গাড়িতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন যাত্রীরা।
শনিবার (২৯ মার্চ) চান্দনা চৌরাস্তা এলাকায় গাড়ির চাপ বেশি থাকায় যানবাহন কিছুটা ধীর গতিতে চলছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সাথে যানবাহন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে, এবং ময়মনসিংহ মুখী ঘরমুখো মানুষ শান্তি ফিরে পেয়েছে।
পরিবহন নেতারা জানিয়েছেন, গাজীপুরের পোশাক কারখানাগুলোর আজ ছুটি হওয়ায় যাত্রীদের চাপ বেড়েছে। তবে, গতবারের তুলনায় এবার পোশাক কারখানাগুলোর ছুটি কয়েকটি ধাপে হওয়ায়, যাত্রীদের চাপ তেমন বেশি পরিমাণে দেখা যায়নি।
যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় সড়কে যানবাহনের চাপও বৃদ্ধি পেয়েছে। গাড়ির সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ায় ভোরের দিকে ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড, চেরাগ আলী, গাজীপুরা পয়েন্টে বিআরটি প্রকল্পের ফ্লাইওভার ও স্টেশনের কারণে সড়কের লেন সংকুচিত হওয়ায় যান চলাচল ধীর গতিতে ছিল।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যানবাহন কিছুটা ধীর গতিতে চলছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।
গাড়ি পার্কিং, ইউটার্ন নেওয়া ও যাত্রী ওঠানামার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। এলাকার ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যানবাহনের চাপও বেড়েছে, যার কারণে গাড়িগুলি কিছুটা ধীর গতিতে চলতে দেখা গেছে।
গাজীপুর চৌরাস্তায় ময়মনসিংহ, নেত্রকোনা এবং অন্যান্য রুটের যানবাহন, চন্দ্রায় রংপুর, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম সহ বিভিন্ন রুটের গাড়িতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।
ঈদকে সামনে রেখে মহাসড়কে ঘরমুখো মানুষের নিরাপত্তার জন্য ড্রোন নজরদারি, মোটরসাইকেল পেট্রোলিং, কুইক রেসপন্স টিম এবং গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে পুলিশ। একই সাথে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ ও বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার অশোক কুমার পাল জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের পরিস্থিতি বেশিরভাগ সময়ই স্বাভাবিক রয়েছে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta