একাত্তর ও চব্বিশ একই বিষয় : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একাত্তর ও চব্বিশ একে অপর থেকে ভিন্ন কিছু নয়। চব্বিশের গণঅভ্যুত্থান একাত্তরের চেতনা পুনরায় জাগ্রত করেছে। যা একাত্তরে আমরা চেয়েছিলাম, চব্বিশে তা বাস্তবায়িত হয়েছে।’
বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১'এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, ‘আগামীতে যেন আর রক্ত ঝরতে না হয়। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চাই।’
সংস্কারহীন ও বিচারবিহীন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের নির্বাচন মেনে নেওয়া হবে না। পুরানো সংবিধান পুনরায় চাপিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ফ্যাসিবাদী শক্তিকে আবারও প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চলছে। দ্রুত নির্বাচন আয়োজনের চেষ্টা করা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta