ঈদে বিডিটিকেটসে ২০ লাখ বাস টিকেট
ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের জনপ্রিয় অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস এবারও নিয়ে এসেছে বিশেষ বাস টিকেট অফার। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই ২০ লাখেরও বেশি টিকেট বিক্রি করবে বিডিটিকেটস। এতে যাত্রীদের আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট কিনতে হবে না এবং কালোবাজারি বা টিকেট সংকটের মতো সমস্যার সম্মুখীন হতে হবে না। গ্রাহকরা ঘরে বসেই অতিরিক্ত চার্জ ছাড়াই অনলাইনে এই টিকেট কিনতে পারবেন।
প্রতি ঈদে ঘরমুখো মানুষের জন্য বাস টিকেট পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। চাহিদা অনেক বেশি, কিন্তু সরবরাহ থাকে সীমিত। এই সুযোগে কালোবাজারি ও অতিরিক্ত দামে টিকেট বিক্রি হয়। আবার তীব্র গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট পাওয়ার ভোগান্তিও থাকে। এসব সমস্যা সমাধানে বিডিটিকেটসে যুক্ত করা হয়েছে দেশের ৯৯ শতাংশ দূরপাল্লার বাস সার্ভিস, ফলে যাত্রীরা এখন সহজেই এবং নিরাপদে যাত্রার টিকেট কিনতে পারছেন।
ঈদের বিশেষ অফারে বিডিটিকেটসে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রাজশাহী, ঢাকা-সিলেট, ঢাকা-বরিশাল, ঢাকা-খুলনা সহ সমস্ত রুটের বাস টিকেট অতিরিক্ত চার্জ ছাড়াই শুধু নির্ধারিত ভাড়ায় পাওয়া যাচ্ছে। কোনো ঝামেলা ছাড়াই যাত্রীরা ঘরে বসে টিকেট কিনতে পারছেন। দিনে কিংবা রাতে, বিডিটিকেটসের অনলাইন প্ল্যাটফর্মে কয়েক মিনিটেই পাওয়া যাচ্ছে ঈদ যাত্রার টিকেট। টিকেট কাটতে লগইন করুন bdtickets অ্যাপে অথবা ভিজিট করুন ওয়েবসাইট www.bdtickets.com এ। যেকোনো সহায়তার জন্য কল করুন ১৬৪৬০ নম্বরে, সপ্তাহের সাত দিন।
বিডিটিকেটস প্ল্যাটফর্মের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান আর ভেঞ্চারস পিএলসির সিইও কাজী মাহবুব হাসান বলেন, "বাড়ি ফেরার টিকেট কেনার পাশাপাশি, আমাদের প্ল্যাটফর্মে এখন যাত্রীরা রিটার্ন টিকেটও কাটছেন। কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই ২০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাওয়া যাচ্ছে, যা যাত্রীদের জন্য আর্থিকভাবে লাভজনক ও সুবিধাজনক। ঈদে যাত্রীদের বাড়ি ফেরা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বিডিটিকেটস প্রতিশ্রুতিবদ্ধ।"
প্রকাশিত: | By Symul Kabir Pranta