বাজেট জনগণের কল্যাণে ব্যবহারের জন্য সচিবদের প্রতি অর্থ উপদেষ্টার আহ্বান
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের দেশের জনগণের কল্যাণে বরাদ্দকৃত বাজেট সঠিকভাবে ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, 'বাজেট ব্যবহারের সময় সবার উদ্দেশ্য দেশের মানুষের কল্যাণ হওয়া উচিত। সংশ্লিষ্টদের বাজেট বরাদ্দের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা অনুসরণ করা আবশ্যক।'
আজ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাংলাদেশ সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সচিবদের সঙ্গে প্রাক-বাজেট বৈঠক শেষে উপদেষ্টা এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা ইতোমধ্যেই দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক, এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনার আয়োজন করেছেন।
বৈঠককালে সালেহউদ্দিন দেশের কর্পোরেট করের উচ্চ হার নিয়ে পরবর্তী বাজেটে করপোরেট করের হার পুনর্বিবেচনার বিষয়ে মতামত দেন।
অর্থ উপদেষ্টা আরও জানান, 'আমি দায়িত্ব গ্রহণের পর অনেক ক্ষেত্র ও ব্যক্তির কর ছাড় সংক্রান্ত এসআরও বাতিল করেছি। পরবর্তী বাজেটে কর ব্যয়ের সঠিক ব্যবস্থাপনার জন্য এই ধরনের ছাড় আরও কমানো হবে। পরোক্ষ কর ধনী-দরিদ্র সকলকেই সমানভাবে প্রভাবিত করে, তাই, পরোক্ষ করের পরিবর্তে প্রত্যক্ষ করের ওপর জোর দেওয়া হবে।'
তিনি বলেন, পরবর্তী বাজেট যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত হবে।
সালেহউদ্দিন আরও বলেন, পরবর্তী বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে স্থানীয় চাহিদাভিত্তিক প্রকল্পগুলিকে প্রাধান্য দেওয়া হবে।
তিনি আরও বলেন, 'এডিপি’তে বাস্তবসম্মত ও স্থানীয় চাহিদাভিত্তিক প্রকল্পগুলোকে গুরুত্ব দেওয়া হবে। পরবর্তী বাজেটও যুক্তিসঙ্গত হবে।'
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অতীতের মতো নতুন এডিপি’তে বড় বড় ডলারের প্রকল্প গ্রহণ করা হবে না, কারণ এসব প্রকল্প জাতির জন্য লাভজনক হয়নি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta