আইজিপির সমমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সমমর্যাদা পেয়েছেন।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এই পদমর্যাদা অনুমোদন দেয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শেখ মো. সাজ্জাত আলীর আবেদন ও প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর রায়ের ভিত্তিতে তাকে ১৮ জানুয়ারি ২০১০ থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২), ১৮ জুলাই ২০১৩ থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১), ৩০ ডিসেম্বর ২০১৪ থেকে পুলিশ মহাপরিদর্শক (স্ববেতনে) এবং ১২ জানুয়ারি ২০১৭ থেকে সিনিয়র আইজিপি মর্যাদায় ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হয়েছে।
এছাড়া, তিনি তার পাওনা অনুযায়ী বকেয়া বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য আর্থিক সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
গত বছরের ২৪ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ কর্মকর্তাদের রদবদল করা হয়। সে সময়ের আইজিপি আবদুল্লাহ আল-মামুন বর্তমানে কারাবন্দি। অধিকাংশ অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta