চ্যাম্পিয়ন্স ট্রফি দেখেছে রেকর্ড সংখ্যক মানুষ!
৯ মার্চ দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ৮ বছর পর আয়োজিত এই মেগা টুর্নামেন্টটি পাকিস্তান আয়োজন করলেও, নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই ভারতীয় দলের ম্যাচ আয়োজন করে। পুরো টুর্নামেন্টটি টিভি ও অনলাইনে রেকর্ড সংখ্যক দর্শক উপভোগ করেছে। বিশেষ করে ভারতের ২৩ শতাংশ বেশি মানুষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের তুলনায় চ্যাম্পিয়ন্স ট্রফি দেখেছেন।
একটি প্রতিবেদনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি পুরোপুরি ২৫০ বিলিয়ন মিনিট টিভিতে দেখা হয়েছে। এর মধ্যে ভারতীয় ক্রীড়া চ্যানেল স্টার স্পোর্টসের মাধ্যমে ১৩৭ বিলিয়ন মিনিট এবং জিওহটস্টারে ১১০ বিলিয়ন মিনিট দেখা হয়েছে। বিশেষ করে ৯ মার্চ দুবাইয়ে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচটি বেশি মানুষ দেখেছে।
ফাইনাল ম্যাচটির টিভি ভিউয়ারশিপ পৌঁছায় ১২২ মিলিয়নে। এছাড়া জিওহটস্টারে ৬১ মিলিয়ন মানুষ ম্যাচটি দেখেছে, যা ক্রিকেটের ডিজিটাল ভিউয়ারশিপের জন্য নতুন মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। বিশ্বকাপ ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর্শক দেখেছে। ওই সময় টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে ২৩০ মিলিয়ন দর্শক ছিল এবং ম্যাচটি দেখার জন্য মোট ৫৩ বিলিয়ন মিনিট সময় ব্যয় হয়েছে।
এছাড়া দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচটি ছিল একটি চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই, যেখানে দর্শকদের নজর ছিল অনেক বেশি। ভারতের সবচেয়ে বেশি দেখা ওয়ানডে ম্যাচগুলোর মধ্যে এটি একটি ছিল। পাকিস্তান-ভারত ম্যাচটি টিভিতে ২৬ বিলিয়ন মিনিট দেখা হয়েছে, যা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। ওই ম্যাচের ভিউয়ারশিপ ছিল ১৯.৫ বিলিয়ন মিনিট। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলোর মাধ্যমে টেলিভিশন রেটিং ১০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, এবং ২০৬ মিলিয়ন দর্শক সরাসরি টিভিতে খেলা উপভোগ করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
প্রকাশিত: | By Symul Kabir Pranta