ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে আবারও দুঃসংবাদ
ইনজুরিতে আক্রান্ত আর্জেন্টিনার দল। দলের একাধিক তারকা যেমন লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালা নেই। এর মধ্যেই ব্রাজিলের বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে নতুন সমস্যা এসে হাজির হয়েছে আর্জেন্টিনার সামনে।
কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই ম্যাচে শনিবার (২২ মার্চ) আর্জেন্টিনা খেলেছিল উরুগুয়ের বিরুদ্ধে। যদিও বেশিরভাগ তারকা অনুপস্থিত ছিলেন, তবে কোচ লিওনেল স্ক্যালোনি তার কৌশল দিয়ে নতুন ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে একটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। উরুগুয়ের মাঠ থেকে ১-০ গোলে জয় নিয়ে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করে আর্জেন্টিনা।
কিন্তু নিজের মাঠে, আর্জেন্টিনার কাছে পরাজিত হওয়া উরুগুয়ে ২-০ গোলে জয়লাভ করেছিল গত বিশ্বকাপ বাছাইয়ের আগের ম্যাচে। মেসি ও লাউতারোর অনুপস্থিতিতে ২৩ বছর বয়সী মিডফিল্ডার থিয়াগো আলমাদা অসাধারণ পারফরম্যান্স দেখান। হুলিয়ান আলভারেজের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে শটে তিনি উরুগুয়ের গোলরক্ষককে পরাস্ত করেন। ৬৮তম মিনিটে আর্জেন্টিনার সেই গোলটি শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে।
তবে শেষে এসে বিপত্তি বাঁধে। যোগ করা ৬ মিনিটের পঞ্চম মিনিটে আকাশে উড়তে থাকা বল পা দিয়ে ক্লিয়ার করতে গিয়ে উরুগুয়ের ডিফেন্ডার নাহিতান নান্দেজের মুখে আঘাত করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেস। রেফারি সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখান। যদিও নান্দেজের কোনো গুরুতর আঘাত হয়নি, কিন্তু লাল কার্ডের কারণে পরের ম্যাচে তিনি খেলতে পারবেন না।
আগামী ২৬ মার্চ আর্জেন্টিনা মুখোমুখি হবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে। মেসি, লাউতারো, দিবালাদের অনুপস্থিতিতে আক্রমণের দায়িত্ব ছিল হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেসের উপর। কিন্তু উরুগুয়ে ম্যাচে লাল কার্ড পাওয়ার পর স্ক্যালোনি আরেকটি দুশ্চিন্তার মধ্যে পড়লেন ব্রাজিলের ম্যাচে দলের কৌশল ঠিক করতে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta