ব্রাজিল তারকা পেয়েছেন কঠিন শাস্তি
এক মাসের মধ্যে ভারতে প্রায় ৯৯ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ৯৯ লাখের মধ্যে ১৩ লাখ ২৭ হাজার অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না। তবুও সেই ফোন নম্বরগুলো নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ।
মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপটি সাইবার নীতির উপর আরও কড়া পদক্ষেপ নিয়েছে, যা তাদের প্রথম সিদ্ধান্ত ছিল।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এক কোটির কাছাকাছি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ, ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করেছে এসব অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপে একটি স্বয়ংক্রিয় ফিডব্যাক ব্যবস্থা থাকে, যেখানে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া নেওয়া হয় এবং নির্দিষ্ট শর্ত অমান্য করলে পদক্ষেপ নেওয়া হয়। ‘স্প্যাম’ হিসেবে চিহ্নিত হওয়া, ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া এবং আর্থিক প্রতারণার অভিযোগে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।
কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন?
মেসেজিং অ্যাপ কর্তৃপক্ষের পরামর্শ, অচেনা নম্বরে বার্তা পাঠানো এড়ানো উচিত। ছদ্মবেশে কারও সাথে বার্তা পাঠানো বা অযাচিতভাবে বেশি বার্তা পাঠালে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। একইভাবে, যদি আপনি অনেকের কাছে একসঙ্গে মেসেজ পাঠান, তবে সেটিও প্রশাসনের কোপে পড়তে পারে। ভুয়া তথ্য ছড়ানো, ঘৃণা বা অপমানজনক ভাষা ব্যবহার করলে অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।
এছাড়া, মেসেজ পাঠাতে চেনা মানুষকেই বেছে নিন। যাদের নম্বর আপনার ফোনের কনট্যাক্ট লিস্টে নেই, তাদের মেসেজ পাঠানো বন্ধ করুন। কাউকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করার আগে তার অনুমতি নেয়া উচিত এবং যদি কেউ গ্রুপ থেকে বের হয়ে যায়, তার সিদ্ধান্তকে সম্মান করুন। বারবার কাউকে গ্রুপে যুক্ত করার চেষ্টা করলে, আপনার অ্যাকাউন্টও নিষিদ্ধ হতে পারে। আরও বেশি ‘ফরওয়ার্ডেড মেসেজ’ পাঠানো এড়িয়ে চলুন, যাতে ভুল বা ভুয়া তথ্য থাকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন/একেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta