জাতীয় দলের নেতৃত্ব বিষয়ে কথা বলেছেন তাসকিন
বাংলাদেশের তিনটি ফরম্যাটের অধিনায়কত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে গত বছর তিনি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে আসার কথা ঘোষণা করেন। পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও তিনি ছিলেন না ইনজুরির কারণে। এই সময়ের জন্য অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় লিটন দাসের ওপর।
লিটন দাসের নেতৃত্বে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সবকটি জয় পায় বাংলাদেশ। তবে এখন আলোচনা হচ্ছে, ভবিষ্যতে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে কাকে দেখা যাবে। তাসকিন আহমেদও সেই সম্ভাব্য তালিকায় রয়েছেন।
জাতীয় দলের অধিনায়কত্ব সম্পর্কে তাসকিন বলেন, 'এটা বোর্ডের সিদ্ধান্ত, তারা যাকে উপযুক্ত মনে করবে, তাকে অধিনায়ক হিসেবে নিয়োগ দেবে। আমি খেলোয়াড় হিসেবে সবসময় উপভোগ করতে চাই এবং দলের জন্য সেরা চেষ্টা করতে চাই। যদি বোর্ড কখনো আমাকে সুযোগ দেয়, তাহলে সেটা আলাদা বিষয়।'
জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিয়ে তাসকিন বলেন, 'বোর্ড চাইলে চেষ্টা করব ইন শা আল্লাহ।'
'আল্লাহর রহমত, পরিবারের দোয়া ও তাদের সমর্থন সব মিলিয়ে আমি একটু একটু করে বেড়ে উঠছি। আমি সবসময় নিজের জায়গা থেকে উন্নতির চেষ্টা করি। তাদের ভালোবাসা, দোয়া, রহমত এগুলোর কারণে আমারও ইচ্ছা থাকে, যেন দেশের জন্য কিছু ভালো করতে পারি।'
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
প্রকাশিত: | By Symul Kabir Pranta