খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহে দরিদ্র, অসহায় ও হতদরিদ্র পরিবারদের জন্য ভিজিএফ স্কিমের আওতায় ৩ লাখ ৬২ হাজার ৩৬৪ পরিবারকে বিনামূল্যে ৩৬২৭.০৪ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে সরকার। প্রতি হতদরিদ্র পরিবারকে ঈদের আগেই ১০ কেজি চাল দেওয়া হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. রেজাউল করিম জানিয়েছেন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে হতদরিদ্র পরিবারগুলোর মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হবে। ময়মনসিংহের ১৩টি উপজেলা ও ১০টি পৌরসভায় এই চাল দেওয়া হবে। ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এই খাদ্য সহায়তা বিতরণ করবে। প্রতি ঈদে (ঈদুল ফিতর ও ঈদুল আযহা) সরকার ভিজিএফ স্কিমের আওতায় হতদরিদ্রদের ১০ কেজি করে চাল দেয়।
এ জন্য ঈদের আগেই জেলা প্রশাসক বরাবর চাল বরাদ্দের চিঠি পাঠানো হয়। গ্রামের অসহায় পরিবারের জন্য এই বরাদ্দ করা হয় যাতে তারা ঈদের সময় কষ্টে না পড়ে। ময়মনসিংহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী রেজাউল করিম জানান, ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের আওতায় ৩ লাখ ৬২ হাজার ৭০৪ জন হতদরিদ্র পরিবারকে বিনামূল্যে ৪৫৩৩.৬৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এই চাল বিতরণ কাজ ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠির মাধ্যমে শুরু হবে এবং ঈদুল ফিতরের আগেই বিতরণ সম্পন্ন হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানিয়েছে, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এই খাদ্য সহায়তা বিতরণ করা হবে। পৌরসভাগুলোর ক্যাটাগরি অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়েছে। পৌরসভার প্রশাসক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপকারভোগীদের তালিকা তৈরি করবেন এবং উপজেলা কমিটির মাধ্যমে তা বিতরণ করা হবে। মন্ত্রণালয়ের নির্দেশনায়, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দিনমজুর ও গৃহহারা মানুষদের অগ্রাধিকার দেওয়া হবে।
অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদেরও বিশেষ অগ্রাধিকার দিয়ে সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মুফিদুল আলম জানিয়েছেন, ভিজিএফ চাল বিতরণে কোনো অনিয়ম ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta