৪২ হাজার প্রবাসী নতুন ভোটার হতে আবেদন করেছেন।
গত নয় মাসে ৪২ হাজার প্রবাসী ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শাখার তৈরি করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, কুয়েত এবং মালয়েশিয়া—এই সাতটি দেশে দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে ইসি। এতে প্রবাসীরা অনলাইনে আবেদন করে দূতাবাসে গিয়ে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করছেন। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে।
সূত্র জানায়, সাতটি দেশ থেকে মোট ৪২ হাজার ২৬৯টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে যাচাই-বাছাইয়ের পর তিন হাজার ৪০১টি আবেদন বাতিল করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসে বর্তমানে ২০ হাজার ১৮৪টি আবেদনের তদন্ত চলছে। তদন্ত শেষে ১৭ হাজার ৬০৭টি আবেদন অনুমোদিত হয়েছে এবং ৪৫৭টি আবেদন এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাস থেকে আঙুলের ছাপ এবং ছবি সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ১২৮ জনের। সবচেয়ে বেশি আবেদন এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে, মোট ১৮ হাজার ৫৮৯টি। আর সবচেয়ে কম আবেদন জমা পড়েছে মালয়েশিয়ায়, যেখানে আবেদনকারীর সংখ্যা ছিল ৭৮৪ জন। এই আবেদনগুলো গত বছরের মে মাস থেকে জমা হতে শুরু করেছে।
নির্বাচন কমিশন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রটিং এজেন্সি-বায়রা এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে দেখেছে যে, ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যার আধিক্য রয়েছে। এই দেশগুলোকেই লক্ষ্য রেখে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
সবশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
বিডি প্রতিদিন/হিমেল
প্রকাশিত: | By Symul Kabir Pranta