দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
খাগড়াছড়ি দীঘিনালায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. হোসেন মিয়া (৩০) নামের এক যুবককে দীঘিনালা থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে ০১টায় উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি পশ্চিম শিবির এলাকায় অভিযুক্ত যুবককে আটক করা হয়।
উপজেলার মেরুং ইউনিয়নের পশ্চিম বেতছড়ি শিবির এলাকার মৃত খলিল মিয়ার ছেলে হোসেন মিয়া।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, ‘ভুক্তভোগী নারী তার বাড়িতে ছিলেন, এসময় অভিযুক্ত হোসেন মিয়া জোরপূর্বক তার ঘরে ঢুকে ধর্ষণ করে।’
ওসি মো. জাকারিয়া আরও বলেন, ‘গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হোসেন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।’ গ্রেপ্তারের পর ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে আসামি হোসেন মিয়াকে জেলে পাঠানো হয়েছে।
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta