গাজায় মৃতের সংখ্যা ৪০০ অতিক্রম, আহত ৫৬২
গাজায় ইসরায়েলি হামলার সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা অন্তত ৪০৪ জন। ৫৬২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
এই তথ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
আপডেট করা তথ্য অনুযায়ী, ধ্বংসাবশেষের নিচে আরও বেশ কিছু মানুষ আটকা পড়েছে এবং তাদের উদ্ধার কাজ চলছে।
গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, দেইর আল বালাহ, খান ইউনিস, রাফাসহ বিভিন্ন স্থানে বিমান হামলার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা একাধিক স্থানকে লক্ষ্যবস্তু করেছে এবং যতদিন প্রয়োজন হবে ততদিন হামলা অব্যাহত রাখবে। এই হামলা শুধু বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।
গত ১৯ জানুয়ারি গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রচেষ্টা কয়েক সপ্তাহ ধরে চললেও সফল হয়নি। এরপর থেকে ইসরায়েলি সেনাবাহিনী সন্দেহভাজনদের লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছিল, তবে আজকের হামলা অনেক বড় ছিল।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল
প্রকাশিত: | By Symul Kabir Pranta