তিতুমীর কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যিয়াদ-মহিবুল্লাহ
বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, সরকারি তিতুমীর কলেজ শাখার ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম যিয়াদ, সহ-সভাপতি পদে রয়েছেন মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন মুহাম্মাদ মহিবুল্লাহ। সোমবার (১৭ মার্চ) ক্যাম্পাস সম্মেলনের মাধ্যমে পুরানো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম যিয়াদ বলেন, "আমরা তিতুমীর কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের দোয়া প্রার্থনা করি, যেন আমরা তাদের কল্যাণে কাজ করতে পারি এবং সবসময় তাদের পাশে থাকতে পারি।"
সাধারণ সম্পাদক মুহাম্মাদ মহিবুল্লাহ বলেন, "আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা আমাদের পাশে থাকুক। আমরা সবসময় তাদের ন্যায্য দাবির পক্ষে ছিলাম এবং আগামীতেও থাকব ইনশাআল্লাহ।"
একত্রে ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে আমরা কাজ করব। সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনকে নিয়ে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta