গুরুদাসপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ভেকু ও ট্রাক্টর জব্দ
বাংলাদেশি নাগরিকদের জন্য সৌদি আরব কর্তৃপক্ষ ওমরাহ ভিসা বন্ধ করেনি, এই তথ্য দিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি। ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত এই বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে একটি অডিও বার্তায় নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশের ট্যুর অপারেটরদের সৌদি এজেন্সির সঙ্গে যোগাযোগের জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, যারা ওমরাহ যাওয়ার জন্য বিমান টিকিট কিনেছিলেন কিন্তু শেষ পর্যন্ত যেতে চান না, তাদের টাকা ফেরত দেবে বাংলাদেশ বিমান। একইভাবে সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, যারা রমজান মাসে ভিসা পাননি, তারা আগামী জুলাই মাসে ভিসা পেয়ে যেতে পারবেন।
আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘ভিসা ইস্যুতে সৌদি দূতাবাস কোনো অনিয়ম করছে না। এবারের ওমরাহ মৌসুমে সৌদিতে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী গেছে, যার ফলে তারা ভিসা নিয়ন্ত্রণ করছে।’
ধর্ম উপদেষ্টা আরও বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তুলসি গ্যাবার্ডের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে মন্তব্যের বিষয়ে, ‘এ ধরনের ঘটনা তেমনভাবে হয়নি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে মাত্র।’
তিনি বলেন, ‘যদি সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা যায়, তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কতজনকে গ্রেফতার করা হয়েছে, সে সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানাবে।’
ধর্ম উপদেষ্টা আরো জানান, সরকারের নজরদারি অব্যাহত রয়েছে যেন কোনো নিষিদ্ধ সংগঠন তাদের তৎপরতা চালাতে না পারে।
বিডি-প্রতিদিন/বাজিত
প্রকাশিত: | By Symul Kabir Pranta