‘নিজস্ব চাহিদা মেটাতে মসলা উৎপাদন বৃদ্ধি করতে হবে’
জামালপুরের সরিষাবাড়ীতে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে কৃষি অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে এই মাঠ দিবসের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ বলেন, ‘মসলা উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়াতে হবে, যাতে নিজেদের প্রয়োজন নিজেরাই মেটাতে পারে।’ এ বছর পেঁয়াজ ১২২ হেক্টর, রসুন ৪২ হেক্টর, কালোজিরা ৫ হেক্টর, আদা ৬ হাজার বস্তা, হলুদ ৩০ হেক্টর এবং মরিচ ৬৭৫ হেক্টর জমিতে চাষ হয়েছে। মসলা জাতীয় ফসল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতে এমন মাঠ দিবসের মাধ্যমে পরামর্শ প্রদান করা হচ্ছে।
প্রধান অতিথি ময়মনসিংহ কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু বলেন, ‘দেশ অনেক খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও মসলা উৎপাদনে এখনো নির্ভরশীল। এখনো বিদেশ থেকে মসলা আমদানি করতে হয়। এই নির্ভরতা কমাতে ও উৎপাদন বাড়াতে কৃষকদের সচেষ্ট হতে হবে।’ কৃষি অফিস কৃষকদের পাশে আছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলেও তিনি জানান।
জামালপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোনিয়া পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (এডিডি) দিলরুবা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ ও কৃষি সম্প্রসারণ অফিসার আল-আমিন।
এ সময় ইউনিয়নের বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এবং আওনা ও পিংনা ইউনিয়নের শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta