ফ্রান্স যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চায়
স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে পরিচিত। ১৮৮৫ সালে ফ্রান্স এই মূর্তিটি উপহার হিসেবে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিল, তবে এখন ফ্রান্সের একটি আইন প্রণেতা দেশটি এই ভাস্কর্যটি ফেরত চাওয়ার দাবি করেছেন।
যদিও যুক্তরাষ্ট্র এ ব্যাপারে স্পষ্ট জানিয়েছে যে, তারা এটি ফেরত দেবে না। মার্কিন সংবাদমাধ্যম এপির রিপোর্ট অনুযায়ী, ফরাসি পার্লামেন্ট সদস্য রাফায়েল গ্লাকসম্যান বলেছেন যে, যুক্তরাষ্ট্র এখন আর সেই আদর্শের অনুসরণ করছে না, যার জন্য এই মূর্তি উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
গত রবিবার এক জনসমাবেশে রাফায়েল গ্লাকসম্যান বলেন, "স্ট্যাচু অব লিবার্টি আমাদের ফিরিয়ে দিন। যুক্তরাষ্ট্রের কিছু অংশ অত্যাচারীদের সমর্থন করছে এবং বৈজ্ঞানিক স্বাধীনতার দাবিতে গবেষকদের বরখাস্ত করেছে।"
তিনি আরও বলেন, "এই মূর্তিটি যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে, তা যুক্তরাষ্ট্র রক্ষা করতে পারছে না।" এর পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, এটি কখনোই ফেরত দেওয়া হবে না।
তিনি আরো বলেন, ওই ফরাসি রাজনীতিবিককে মনে করিয়ে দিতে চান যে, ফ্রান্স বর্তমানে জার্মান ভাষায় কথা বলছে না শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কারণে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান-ফরাসি মিত্রশক্তির সহায়তায় নাৎসি জার্মানির বিরুদ্ধে ফ্রান্স বিজয়ী হয়েছিল, এবং সোমবার তিনি ওই কথাটি উল্লেখ করে বলেন, "যুক্তরাষ্ট্র ফ্রান্সকে সাহায্য করেছিল।"
তিনি জানান, এজন্য ফ্রান্সের কৃতজ্ঞ হওয়া উচিত। ১৮৮৫ সালে ফরাসি শিল্পী ফ্রেডেরিক বার্থোলডি ডিজাইন করা স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta