শ্যামনগরে হরিণের মাংসসহ শিকারী ধরা পড়েছে।
সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে একটি শিকারী হরিণের মাংসসহ আটক হয়েছে।
রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের স্টেশন থেকে শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজার ও আশপাশে অভিযান শুরু করা হয়।
অভিযানে শিকারকৃত হরিণের মাংস, দুটি মাথা, দুটি চামড়া ও আটটি পা উদ্ধার করা হয়।
এ সময় শিকারী মো. বাবু আলম (২৭) কে আটক করা হয়।
অধিকারী কোস্টগার্ড জব্দকৃত হরিণের মাংস, মাথা, চামড়া, পা এবং আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগ ও নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানিয়েছেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ বন্যপ্রাণী শিকার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta