১৫ মিনিটে বিমানবন্দর! ভার্জিনের উড়ন্ত ট্যাক্সি সেবা শিগগিরই আসছে
ভ্রমণ মানে আনন্দের মুহূর্ত। তবে বিমানবন্দরে যাতায়াত অনেকের জন্যই একটি কষ্টকর অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। বিশেষ করে যদি ফ্লাইট ভোরে হয়, তাহলে সময়মতো বিমানবন্দরে পৌঁছানোর জন্য মধ্যরাতে উঠে দীর্ঘ চেক-ইন এবং নিরাপত্তা পরীক্ষার ধাপ অতিক্রম করতে হয়। তবে খুব শিগগিরি এই সমস্যা অনেকটাই সহজ হতে পারে। অন্তত সেই যাত্রীদের জন্য যারা ভার্জিন আটলান্টিকের ফ্লাইটে সফর করবেন এবং যারা অতিরিক্ত খরচ করতে প্রস্তুত।
রবিবার (১৭ মার্চ) মেট্রো সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে জানা যায়, ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্স যুক্তরাজ্যে একটি বিপ্লবী উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করতে যাচ্ছে। এ উদ্দেশ্যে তারা ক্যালিফোর্নিয়া ভিত্তিক জোবি অ্যাভিয়েশনের সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি করেছে।
জোবি অ্যাভিয়েশন বাণিজ্যিক যাত্রী পরিবহন জন্য বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি তৈরি করে থাকে। তাদের শূন্য-নিঃসরণ প্রযুক্তির এই যানটি দ্রুত সময়ে একাধিক ফ্লাইট পরিচালনার জন্য তৈরি করা হয়েছে এবং এটি একসঙ্গে চারজন যাত্রী ও একজন পাইলট বহন করতে পারবে।
এই ট্যাক্সিগুলি ঘণ্টায় সর্বোচ্চ ২০০ মাইল গতিতে উড়তে সক্ষম হবে এবং ছয়টি টিল্টিং প্রপেলারের সাহায্যে উল্লম্বভাবে উড্ডয়ন এবং অবতরণ করতে পারবে। সবচেয়ে বড় কথা হলো, এগুলো প্রচলিত হেলিকপ্টারের তুলনায় অনেক কম শব্দ করবে।
প্রথমে যুক্তরাজ্যের বিমানবন্দর থেকে ১০০ মাইলের মধ্যে রুটগুলোতে এই সেবা চালু হবে। হিথ্রো ও ম্যানচেস্টার বিমানবন্দর থেকে বিভিন্ন শহর এবং আঞ্চলিক গন্তব্যে এই সেবা পাওয়া যাবে। উদাহরণ হিসেবে, ম্যানচেস্টার বিমানবন্দর থেকে লিডস যাওয়ার জন্য এক ঘণ্টা সময় লাগে, কিন্তু উড়ন্ত ট্যাক্সিতে এই সময় হবে মাত্র ১৫ মিনিট। হিথ্রো থেকে ক্যানারি ওয়ার্ফ পর্যন্ত গাড়িতে যেতে ৮০ মিনিট লাগে, তবে উড়ন্ত ট্যাক্সি এই পথে মাত্র ৮ মিনিট সময় নিবে।
এয়ার ট্যাক্সি সেবা কবে শুরু হবে, সে বিষয়ে এখনও কোন স্পষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতে এটি শীঘ্রই বাস্তবে রূপ নেবে।
এয়ার ট্যাক্সির ভাড়া নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে এটি 'প্রিমিয়াম গ্রাউন্ড রাইড শেয়ারিং' পরিষেবার মতো হতে পারে, যার মূল্য বিলাসবহুল ট্যাক্সি বা প্রাইভেট কার সার্ভিসের সমান হতে পারে।
এই সেবা নিতে আগ্রহী যাত্রীরা ভার্জিন আটলান্টিকের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা অন্যান্য মাধ্যমের মাধ্যমে আসন বুক করতে পারবেন।
ভার্জিন আটলান্টিকের প্রধান নির্বাহী শাই ওয়েস বলেছেন, "আমরা টেকসই বিমান চলাচলের পথপ্রদর্শক এবং উদ্ভাবন আমাদের মূল চেতনার অংশ। জোবির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে যুক্তরাজ্যের শহর ও বিমানবন্দরে শূন্য-নিঃসরণের ফ্লাইট চালু করতে পেরে আমরা আনন্দিত।"
জোবি অ্যাভিয়েশনের প্রতিষ্ঠাতা ও সিইও জোবেন বেভির্ট বলেছেন, "ভার্জিন আটলান্টিকের গ্রাহকসেবা চমৎকার এবং যুক্তরাজ্যে তাদের সঙ্গে কাজ করা একটি দারুণ সুযোগ। আমরা একসাথে দ্রুত যাতায়াতের বিকল্প তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা যুক্তরাজ্যের শহরগুলোর মধ্যে সংযোগ বাড়াবে এবং বিমানবন্দরে যাতায়াতকে আরও সহজ করবে।"
সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/আশিক
প্রকাশিত: | By Symul Kabir Pranta