লোডশেডিং সিডিউল ২৪ ঘণ্টা আগে প্রকাশ সংক্রান্ত হাইকোর্টের রুল
লোডশেডিংয়ের সময়সূচী ২৪ ঘণ্টা আগে কেন প্রকাশ করা হয় না, তা জানতে চেয়ে কারণ জানাতে নোটিশ বা রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে গ্রাম এবং শহরে কেন সমান বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে না, সে ব্যাপারেও ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বে গঠিত বেঞ্চ ৪ সপ্তাহের মধ্যে এ বিষয়ে কারণ জানাতে নোটিশ জারি করেন।
জনস্বার্থে মুরাদ ভূঁইয়া নামের এক ব্যক্তি রিট আবেদন করে এ নোটিশের আবেদন করেছিলেন। এতে বিদ্যুৎ ও জ্বালানি সচিবকে বিবাদী হিসেবে রাখা হয়েছে।
রিটকারী আদালতকে জানান, গরমের সময়ে শহরের তুলনায় গ্রামাঞ্চলে বেশি পরিমাণে লোডশেডিং হয়, যার ফলে পোল্ট্রি খামার ও অন্যান্য উৎপাদনমুখী শিল্প ক্ষতিগ্রস্ত হয়।
আগে, ফেব্রুয়ারি মাসে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছিলেন, গ্রাম ও শহরের মধ্যে বিদ্যুৎ সরবরাহে কোনো বৈষম্য রাখা হবে না। তিনি দেশের সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবহার করার আহ্বান জানান এবং সেচ উৎপাদনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ
প্রকাশিত: | By Symul Kabir Pranta