সালমানের বিরুদ্ধে ২২ হাজার কোটি টাকার দুর্নীতির তদন্ত শুরু
করোনাভাইরাসের টিকা কেনার নামে ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৭ মার্চ) এ বিষয়ে আনুষ্ঠানিক অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, ভারত থেকে আমদানি করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ টিকার বিতরণ ব্যয়ের হিসাব ৪০ হাজার কোটি টাকা দেখানো হয়েছে, তবে প্রকৃত খরচ হয়েছে ১৮ হাজার কোটি টাকা। বাকি ২২ হাজার কোটি টাকা আত্মসাতের সঙ্গে সালমান এফ রহমান ও তার সিন্ডিকেট জড়িত বলে অভিযোগ রয়েছে।
ক্ষমতার পরিবর্তনের পর ১৯ ডিসেম্বর দুদক সালমান এফ রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে।
ছাত্র-জনতার গণআন্দোলনের পর, সরকার পতনের এক সপ্তাহ পার হলে, গত ১৩ আগস্ট নৌপথে পালানোর চেষ্টার সময় ঢাকার সদরঘাট থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta