৩০ মিনিটে শেষ ট্রেনের ২৬ হাজার অগ্রিম টিকিট
পবিত্র ঈদুল ফিতরের দিন ৩১ মার্চের জন্য বিশেষ ব্যবস্থায় বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে। বিশেষ বিক্রির তৃতীয় দিনে, প্রথম ৩০ মিনিটে রেলওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে ৯৮ লাখ ভিজিট পেয়েছেন টিকিট প্রত্যাশীরা। এ সময়ে সারাদেশে ২৬ হাজার টিকিট বিক্রি হয়েছে।
এদিকে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। আজ ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর জন্য ১৩ হাজার ৩৬৩ আসন ছিল। এর মধ্যে প্রথম ৩০ মিনিটে ১১ হাজার ৩০০ আসন বিক্রি হয়। সারাদেশে মোট ১৪ হাজার ৪৪৪ আসন বিক্রি হয়েছে। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারাদেশে মোট ২৫ হাজার ৭৪৪ আসন বিক্রি হয়।
এছাড়া, ২৬ মার্চের জন্য ঢাকা থেকে মোট ২৬ হাজার ৬৫১ আসন এবং সারাদেশের ট্রেনগুলোর জন্য এক লাখ ৪০ হাজার ৮৫৬ আসন রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta