মাইকে ঘোষণা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা
মাইকে ঘোষণা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার সিদ্ধান্ত নিলেন এক ব্যক্তি, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন অনেকে।
শনিবার বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে গ্রামবাসীর সামনে মাইকে মাদক ব্যবসা ও সেবন ছাড়ার অঙ্গীকার করেন ইয়াবা মনির নামে পরিচিত মো. মনির হোসেন। সদর ইউনিয়নের কল্পবাস গ্রামের মানুষের উদ্যোগে কল্পবাস মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, মনির হোসেন (৫০) দীর্ঘ ৩০ বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তবে এখন তিনি ভুল বুঝতে পেরে এ পথ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
এই সিদ্ধান্তের অংশ হিসেবে শনিবার বিকেলে আয়োজিত সমাবেশে তিনি প্রকাশ্যে মাদক ব্যবসা ও সেবন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং অতীত ভুলের জন্য সবার কাছে ক্ষমা চান। পাশাপাশি সমাজের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করবেন বলে প্রতিশ্রুতি দেন।
“একতাই শক্তি, একতাই বল, রুখে দাও মাদক, বাঁচাও গ্রাম”—এই স্লোগানে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নুরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন মিজানুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ এবং ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান।
বিডি প্রতিদিন/একেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta