নারায়ণগঞ্জে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত গ্রেফতার
নারায়ণগঞ্জের বন্দরে এক যুবককে বলাৎকারের ঘটনায় মো. সাঈদ (৪০) নামে এক ব্যক্তি র্যাব কর্তৃক গ্রেফতার হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে সোনারগাঁয়ের চৌধুরীগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব ১১- এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মামলার সূত্রে র্যাব জানিয়েছে, ৮ মার্চ যুবকটি বন্দরের নিজ বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন অভিযুক্ত সাঈদ তাকে তার বাড়িতে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে। পরবর্তীতে যুবকটি ঘটনার কথা পরিবারের কাছে জানালে তার মা মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, আসামিকে গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা চালায় র্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থেকে সাঈদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/একেএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta