রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় গঠন করা হলো তদন্ত কমিটি।
রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ধূমকেতু এক্সপ্রেস এবং বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনায় একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার রাত ১১টার দিকে এই তদন্ত কমিটি গঠন হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল। তদন্ত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আশিশ কুমার এবং বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল।
শনিবার দুপুর ২টার দিকে বাংলাবান্ধা এক্সপ্রেস ওয়াশপিট থেকে স্টেশনের দিকে যাচ্ছিল। একই সময়ে ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে রওনা হয়েছিল। সিগন্যাল পয়েন্টে ত্রুটির কারণে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এই দুর্ঘটনায় দুটি ট্রেনের চারটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি কোচ লাইনচ্যুত হয়। পরে বিকেলে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনগুলো সরিয়ে নিলে এবং ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
বিডি-প্রতিদিন/শআ
প্রকাশিত: | By Symul Kabir Pranta