বৃহস্পতিবার, ১রা মে ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ এপ্রিল আলোচনা করতে যাচ্ছে বিএনপি

প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ এপ্রিল বৈঠকে বসছে বিএনপি
প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ এপ্রিল আলোচনা করতে যাচ্ছে বিএনপি

আগামী ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। এ বৈঠকে নির্বাচন বিষয়ক রোডম্যাপসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, ‘আমরা প্রধান উপদেষ্টার কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ডিসেম্বরের আগেই একটি রোডম্যাপ চেয়েছি, যাতে উনি সঠিকভাবে জাতির সামনে বিষয়টি উপস্থাপন করতে পারেন এবং অনিশ্চয়তার পরিস্থিতি দূর হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা জানাবো যে, এটি যথেষ্ট সময়। নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে, তারা জুনের মধ্যে প্রস্তুতি শেষ করতে পারবে। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে আশ্বস্ত করেছেন যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য সব কার্যক্রম তারা পরিচালনা করছেন।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিভিন্ন বিষয় নিয়ে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে, তাই আমরা প্রধান উপদেষ্টাকে বিষয়গুলো পরিষ্কার করতে আহ্বান জানাবো।’

এর আগে, নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিল বিএনপি। সেই অনুযায়ী, এ সময় নির্ধারণ করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

আরএস

 

 

প্রকাশিত: | By Symul Kabir Pranta

আজকের সর্বশেষ

 রিজভী: দেশে শ্রমিক সমাজ সবচেয়ে image

রিজভী: দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত

 কুমিল্লায় ‘বকশিশের টাকার image

কুমিল্লায় ‘বকশিশের টাকার ভাগাভাগি’ নিয়ে হত্যা: সহকর্মীকে যাবজ্জীবন

 ডনের প্রতিবেদন image

ডনের প্রতিবেদন

 আওয়ামী লীগের প্রভাব ব্যবহার করে image

আওয়ামী লীগের প্রভাব ব্যবহার করে চেম্বারে চিকিৎসা দেন ভুয়া ডাক্তার

 কুমিল্লায় প্রধান উপদেষ্টার বিশেষ image

কুমিল্লায় প্রধান উপদেষ্টার বিশেষ আবাসন প্রকল্পের আওতায় ১০ জন পেলেন ঘর

 কাশ্মিরে পাকিস্তানি যুদ্ধবিমান image

কাশ্মিরে পাকিস্তানি যুদ্ধবিমান দেখে ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান

 বাগাতিপাড়ায় এক সপ্তাহ ধরে নিখোঁজ image

বাগাতিপাড়ায় এক সপ্তাহ ধরে নিখোঁজ মানসিক রোগী বুলবুলি

 ১৪ জন পুলিশ সুপারকে বদলি image

১৪ জন পুলিশ সুপারকে বদলি

 ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭০ লাখ image

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭০ লাখ টাকার ভারতীয় চশমা উদ্ধার

 পাহেলগাঁও আক্রমণ image

পাহেলগাঁও আক্রমণ

 মির্জাগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার image

মির্জাগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

 অভয়নগরে গ্রাম আদালত পরিদর্শন করেছে image

অভয়নগরে গ্রাম আদালত পরিদর্শন করেছে ইউএনডিপি প্রতিনিধি দল।