মার্কিন শুল্কারোপ নিয়ে চিন্তার কিছু নেই : খলিলুর রহমান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ নীতি অনুযায়ী বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণায় আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি এ কথা জানান।
খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় অন্তর্বর্তী সরকার এই বিষয়টি নিয়ে শুরু থেকেই কাজ করছে এবং মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য কিছু সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। তিনি যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোরও পরিকল্পনা প্রকাশ করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ নীতির অধীনে বাংলাদেশ থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে করণীয় নির্ধারণের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জরুরি বৈঠক করেন। বৈঠকে শীর্ষ বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার নির্বাহী আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার মুখ্যসচিব সিরাজ উদ্দিন মিয়া, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জাইদী সাত্তার প্রমুখ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta