শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে
শাহবাগের একটি ফুলের দোকানে আগুন লেগেছিল, তবে এখন তা নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শনিবার রাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত ১০টা ৫৫ মিনিটে শাহবাগের ফুলের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে রাত ৯টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার স্টেশন অফিসার তালহা বিন জসিম।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দোকান মালিকদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।
প্রকাশিত: | By Symul Kabir Pranta