ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে ৬০ লাখেরও বেশি নতুন ভোটার
বর্তমানে চলমান ভোটার হালনাগাদ কার্যক্রমে ৬০ লাখের বেশি নতুন ভোটার তালিকাভুক্ত হতে যাচ্ছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকারের স্বাক্ষরে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ৬০ লাখ ৮৩২ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ২৮ লাখ ২৯ হাজার ২২৮ জন, নারী ভোটার ৩১ লাখ ৭০ হাজার ৫৪৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ৫৫ জন।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, এই নিবন্ধন প্রক্রিয়া চলবে ১১ এপ্রিল পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে যারা এখনও নিবন্ধিত হননি, তারা অনলাইনে তথ্য দিয়ে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন।
২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির পর থেকে এ পর্যন্ত ছয় দফায় হালনাগাদ কার্যক্রম চালিয়েছে ইসি। ২০০৯-২০১০, ২০১২-২০১৩, ২০১৫-২০১৬, ২০১৭-২০১৮, ২০১৯-২০২০ এবং সর্বশেষ ২০২২-২০২৩ সালে এ কার্যক্রম হয়েছে বাড়ি বাড়ি গিয়ে।
সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা এখন ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম এখনও চলছে এবং এর মাধ্যমে আগামী জুনে আরও প্রায় ৬০ লাখ ভোটারকে তালিকাভুক্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ইসি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta