গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন
ঈদের ছুটি শেষে গাজীপুরে ফেরার সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালানো দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) রাতে ঢাকা-বাইপাস সড়কের যোগীতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী থানার চণ্ডীপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে মাহাবুর রহমান (৪০) এবং একই উপজেলার বাটুয়াখানা গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে মো. ওবাইদুল হক (৪৭)। তারা দুজন মোটরসাইকেল চালাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নারায়নগঞ্জ যাচ্ছিলেন তারা। যোগীতলা এলাকায় পৌঁছানোর পর পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
জিএমপি’র বাসন থানার ওসি কায়সার আহমেদ জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta