আরাফাত রহমান কোকোর শাশুড়ি ইন্তেকাল করেছেন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা আর জীবিত নেই। তিনি রবিবার (৬ এপ্রিল) রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর সময় তার বয়স ছিল ৭১ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে সহ অনেক আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পরিবারের ঘনিষ্ঠজন নজরুল ইসলাম আজাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। রবিবার আসরের নামাজের পর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta